পবিত্র রমজান মাস উপলক্ষে দীঘিনালা জোনের ত্রান সহায়তা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্ন মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পবিত্র রমজান মাস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেংগলের দি বেবী টাইগার্স পক্ষ থেকে ত্রান সহয়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার( ২৮মার্চ) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ত্রান সামগ্রী বিতরন করেন জোন কমান্ডার লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন জোন স্টাফ অফিসার মেজর নুর নাফিজ ইসলাম ওএসপি, পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম.এ.মোমেন শিহাব, অনারানী ক্যাপ্টেন এ.কে এম নওরোজ ইসলাম।
বিতরন কালে জোন অধিনায়ক লে: কর্নেল রুমন পারভেজ বলেন, পবিত্র রমজান উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে দীঘিনালা জোনের পক্ষ থেকে সামান্য সহয়তা প্রদান করা হয়েছে। এতে দেড় শতাধিক পাহাড়ী-বাঙ্গালী পরিবারের মাঝে রমজান উপলক্ষে ত্রান সামত্রী বিতরন করা হয়।