[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিদ্যানন্দন ফাউন্ডেশন ও গুইমার রিজিয়নের আয়োজন

দশ টাকায় ব্যাগ ভর্তি বাজার পেল দূর্গম পাহাড়ি জনপদের ৫শ পরিবার

৫৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নের অন্তর্গত দূর্গম পাহাড়ি জনপদের ৫শ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গরীবের সুপার শপ থেকে দশ টাকায় ব্যাগ ভর্তি বাজার কার্যক্রমের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুইমারা সরকারি কলেজ মাঠে বিদ্যানন্দন ফাউনন্ডেশন ও গুইমারা রিজিয়নের যৌথ আয়োজনে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এ সময় বিদ্যানন্দন ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. নাফিজ চৌধুরী, স্বেচ্ছাসেবক ডা. সৌরভসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দশ টাকার বাজার থেকে প্রতিকেজি চাল ১ টাকা, তেল ৩ টাকা, মুরগী ৬ টাকা, মাছ ৫ টাকা, চিনি ৩ টাকা, লবণ ১ টাকা, ডিম ২ টাকা (এক ডজন), সুুঁজি ১ টাকা, ছোলা ২ টাকা, আটা ১ টাকা, পেয়াজ ১ টাকা, আলু ১ টাকা, চিনি ৩ টাকা, মসুর ডাল ৩ টাকা, নুডলস ১ টাকাসহ সবজী ও নিত্যপ্রয়োজনীয় ১৮ প্রকারের খাদ্য সামগ্রী ক্রয় করার সুযোগ পেয়েছেন উপকারভোগীরা।

উদ্বোধনী বক্তব্যে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পার্বত্যঞ্চলের স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গরীবের সুপার শপের মাধ্যমে অত্র এলাকার ৫শ পরিবারেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। যার ফলে দশ টাকায় তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পেরেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।