ভয়াল কাল রাত স্মরণে মাটিরাঙ্গায় মোমবাতি প্রজ্জলন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
২৫ মার্চ ভয়াল কাল রাত স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোমবাতি প্রজ্জলন করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলার দলীয় কার্যালয়ের সম্মুখে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা জানান, ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানী সামরিক জান্তার নেতৃত্বে বাঙালীর উপর চালানো নিষ্ঠুর গণহত্যার স্মরণে এ আয়োজন।
এ সময়, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।