কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ রেস্ট হাউস চত্বরে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও রাইফেল ক্লাব সভাপতি রুমন দে। প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
এসময় উপজেলা রাইফেল ক্লাবের সহ সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীসহ রাইফেল ক্লাবের সদস্য এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এতে পয়েন্ট ১৭৭ বোর এয়ার রাইফেলে চ্যাম্পিয়ন হন রানা জামান। এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন বাবলু বিশ্বাস অমিত এবং দ্বিতীয় রানার আপ হন মংচিং মারমা। সর্বমোট ৩০ জন শ্যুটার এই প্রতিযোগিতায় অংশ নেন।