মানিকছড়িতে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান’র প্রকল্প পরিদর্শন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের বিদ্যুৎ সুবিধাবঞ্চিত দূর্গম এলাকার ৯৫৪টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করতে আসেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বাটনতলী ইউনিয়নের ছদুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিতরণী কার্যক্রমের আয়োজন করা হয়। বৈরি আবহাওয়ার কারণে উক্ত কার্যক্রম স্থগিত করেন তিনি। পরে ফেরার পথে বাটনতলী ইউনিয়নের ছদুরখীল উচ্চ বিদ্যালয় ও তিনটহরী-বাটনাতলী ইউনিয়ন সংযোগ স্থল বড়বিল খালের উপর ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেন তিনি। এসময় তিনি দ্রুত সময়েল মধ্যে ছদুরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবণ ও বড়বিল খালের উপর ব্রীজ নির্মাণের আশ্বাস দেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ১নং ও ৭নং ওয়ার্ডের ৯৫৪টি বিদ্যুতবঞ্চিত পরিবারের মধ্যে ৩৪৭ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরনের মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে উক্ত কার্যক্রম স্থগিত করেন তিনি। এ সময় উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ আবদুর রহিম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।