চন্দ্রঘোনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন লেমুছড়ি অভিযান চালিয়ে ৫ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আব্দুর মান্নানকে (৪৫) আসামীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ মার্চ) চন্দ্রঘোনা থানা পুলিশ তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
আসামী আব্দুর মান্নান লেমুছড়ি এলাকার মৃত মোখলেছ রহমানেট ছেলে। চন্দ্রঘোনা থানার শফিউল আজম(ওসি)জানান তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় সিআর-১৩০/২২ এর ৫ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার ৫শত টাকা অর্থদন্ডের সাজা রয়েছে। সে এই দন্ড নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে থানার একটি চৌকষ পুলিশ ফোর্স তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীকে রাঙ্গামটি আদালতে প্রেরণ করা হয়েছে।