[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে মুজিববর্ষে নতুন ঘর পাচ্ছেন উপকারভোগীরা

৯৬

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম 

বান্দরবানের আলীকদমে মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার পাচ্ছেন গৃহহীনরা। নতুন ঘর পাওয়ার আনন্দে খুশিতে আত্মহারা উপকারভোগীরা।

সোমবার (২০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ’ উপলক্ষে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাওয়া বিষয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মোঃ সোয়াইব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,১ম পর্যায়ে ঘর ৫০টি, ২য় পর্যায়ে ঘর ২৪০টি, ৩য় পর্যায়ে ঘর ৫ টি, ৪র্থ পর্যায়ে মাচাং ঘরসহ ৭ টি, উপজেলায় প্রদান করা হচ্ছে সর্বমোট ৩০২ টি ঘর।

প্রতিবন্ধী শিবুল ধর ও স্বামীহীন ফাতেমা বেগম বলেন, কখনও নতুন ঘরে থাকব কল্পনা করিনি। বিগত বছর গুলোতে বর্ষার সময় কতরাত ও কতদিন ভেজা কাপড়ে ও সারারাত বৃষ্টিতে ভিজে কাটিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ জমিসহ নতুন ঘর দেওয়ার জন্য।

মাচাং ঘর পাওয়া আচাইমে মার্মানী বলেন, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস যোগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ উপহার মাচাং ঘর উপহার পেয়ে আমি অনেক খুশি। আমি নতুন মাচাং ঘরে থাকবো কোন কল্পনা করি নাই। আমাকে নতুন মাচাং ঘর উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব সংবাদ সম্মেলনে বলেন,প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ-২, প্রকল্পের ঘরগুলো টেকসই ও নির্মাণ সামগ্রীর মান বজায় রেখে ঘর তৈরী করা হয়েছে। সার্বক্ষণিক ঘর নির্মাণে কাজ মনিটরিং করা হয়েছে । ইতিমধ্যে নতুন ও পুরাতন মিলে এই উপজেলা ৩০২ টি ঘর নির্মাণ করা হয়েছে। চতুর্থ পর্যায়ের ৭ টি ঘর নির্মাণে কাজ সম্পন্ন হয়ে গেছে। আগামী ২২ তারিখ সারাদেশে একসাথে মাননীয় প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।