ধর্মীয় ভাবগাম্ভির্য্যে সেঁজেছে যেন “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার”
ড. এফ দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) এঁর ৫২ তম জন্মদিন সোমবার
॥ মিলটন বড়ুয়া ॥
পূজনীয় আর্য্য শ্রাবক সাধনানন্দ মহাস্থবীর বনভান্তের অনুসারী দেব মানব পুজ্য অরণ্য বিহারী, শ্মশানচারী, ত্রি-চীবরধারী পাংশুকুল ড. এফ দীপংকর মাহাথের (ধূতাঙ্গ ভান্তে) এঁর ৫১তম জন্ম দিন আগামী ২০ মার্চ ২০২৩ সোমবার ধর্মীয় ভাবগাম্ভির্য্যে পালন করতে যাচ্ছে বিলাইছড়িস্থ “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এর দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ। এ উপলক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এদিকে ড. এফ দীপংকর মাহাথের (ধূতাঙ্গ ভান্তে) এঁর ৫১তম জন্ম দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে পূর্ণার্থীরা “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এ গমন করতে শুরু করেছেন বলে বিহারের দায়ক-দায়িকাবৃন্দ জানিয়েছেন। ধুতাঙ্গ ভান্তের জন্ম দিনকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৮মার্চ শনিবার বিহার প্রাঙ্গনে সকাল ৮ ঘটিকায় গণ প্রবজ্যা এবং গণ সাধু করা হয়েছে। ১৯ মার্চ রবিবার দেব মানব পুজ্য ড. এফ দীপংকর মাহাথের (ধুতাঙ্গ ভান্তে) আশির্বাদক পূজনীয় অজিতা মহাথের (ধ্যানী ভান্তে) ও উদ্বোধক ধর্মপ্রিয় মহাথের, সভাপতি সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের এঁর শভাগমন করবেন বিহারে। পরে ২০ মার্চ সোমবার ভোর সকালে বিশ্বশান্তি কামনায় পবিত্র সুত্রপাঠ এর মাধ্যমে ধুতাঙ্গ ভান্তের জন্ম দিনের অনুষ্ঠানের সুত্রপাত ঘটবে।
এদিকে বিহারের প্রধান দায়ক ও সমন্বয়কারী সমূল্য তঞ্চঙ্গ্যা (হেডম্যান) জানিয়েছেন, ধুতাঙ্গ ভান্তের ৫১তম জন্ম দিন পালনকে কেন্দ্র করে স্ব-ধর্মপ্রান বৌদ্ধ দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাগণ আনন্দ উদ্দীপনায় কাজ করে চলেছেন। ধর্মীয়ভাবগাম্ভির্য্যে সেখানে এক আনন্দের বার্তা বহন করে চলেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এর দায়িত্বরত সকলেই নানান প্রস্তুতি গ্রহন করেছেন। দেব মানব পুজ্য ড. এফ দীপংকর মাহাথের এঁর জন্ম দিনকে পালন করতে সকল প্রস্তুতিও শেষ করেছেন। অনুষ্ঠানকে আরো সুন্দর সাফল্যমন্ডিত করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, লেঃ কর্ণেল আহসান হাবিব, পিএসসি, জোন কমান্ডার, বিলাইছড়ি সহ, সরকারি বেসরকারি গন্যমান্য ও সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বিহার পরিচালনার সভাপতি শ্রী কিনারাম তঞ্চঙ্গ্যা (প্রকাশ গ্রাম্য চিকিৎসক), জানিয়েছেন, পূজনীয় ধুতাঙ্গ ভান্তের জন্য ক’বছর ধরেই অধীর আগ্রহে ছিলেন বিলাইছড়ি সহ অন্যান্য উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীগণ। গত ১৩ জানুয়ারী ধুতাঙ্গ ভান্তে “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এ গমণ করেন। ভান্তের জন্ম দিনকে কেন্দ্র করে প্রত্যেকের মাঝে এক মহাআন্দের সৃষ্টি হয়েছে। এই মহা পূন্যানুষ্ঠানকে সুন্দর ও সফল করতে তিনি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের একান্ত সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য যে, দীর্গ ৬য় বছর পর ড. এফ দীপংকর মাহাথের (ধুতাঙ্গ ভান্তে) চলতি বছরের ১৩ জানুয়ারী ২০২৩ইং ২৯ মাঘ রোজ শুক্রবার স্ব-শীর্ষমন্ডলীকে নিয়ে ধর্মীয় সফরে বিলাইছড়ি উপজেলার “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এ গমণ করেন। তাঁর এ ধর্মীয় সফরকে কেন্দ্র করে ফারুয়া ইউনিয়নের সকল দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাগণ সহ সকল ধর্মাবলম্বীরা আনন্দিত এবং গর্বিত হন।