মানিকছড়িতে নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস্টার প্লাজার উদ্বোধন
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি বাজারের বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস্টার প্লাজার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকল ১১টার দিকে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। নুরজাহান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ রাসেল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. অমর দত্ত, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, প্রেসক্লাব সাধরণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ।