বান্দরবানের থানচিতে জাতীয় শিশু দিবস পালিত
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে থানচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে জন্মদিন দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ জনসাধারণ
পরে সকাল সাড়ে দশ টায় উপজেলা মিলনায়তন হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মুজাহিদ, আমার বাড়ি আমার খামার উপজেলা ব্যবস্থাপক জমির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রায়হানুর কাদের প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী দল ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মদিন উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।