পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীর রাবার ড্যাম এলাকা স্বেচ্ছায় পরিস্কার করলো ১০ ব্যক্তি
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীর বুকে রাবার ড্যাম করায় সেখানকার শত শত কৃষকের মুখে হাসি ফোটে। ২০১৩ সালে পানছড়ি সদর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে শান্তিপুর এলাকায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিলো এই রাবার ড্যাম। ফলে একদিকে যেমন কৃষকের উপকার হয়ে দাঁড়ায় পাশাপাশি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্য বাড়ায় দর্শনাথীদের সময়ও কাটে সেখানে।
অথচ বর্তমানে সৌন্দর্য বর্ধনের স্থানে এসে দেখা মিলছে ময়লা-আবর্জনার স্তুপ। রাবার ড্যাম এলাকার পুরো নদী জুড়ে জমে আছে ময়লার ভাগাড়। প্রতিনিয়তই চেঙ্গী নদীতে ফেলা হচ্ছে পানছড়ি বাজারের সকল আবর্জনা। ফলে দূষিত হচ্ছে নদী, সৌন্দর্য্য হারাচ্ছে এই জনগুরুত্বপূর্ণ স্থাপনাটি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নিকট বারবার তাগাদা দেয়া হলেও ফল মেলেনি গত ৬ মাসেও। পরে একদল স্বেচ্ছাসেবী এসব ময়লা আবর্জনা পরিস্কার করলেন সেচ্ছায়। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ ব্যক্তির একটানা সাড়ে ৩ ঘন্টা কাজের মধ্য দিয়ে রাবার ড্যামের সৌন্দর্য্য ফিরিয়ে আনেন সেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবীরা জানায়, পানছড়ি বাজারের পাশ দিয়েই চেঙ্গী নদী বয়ে যাওয়ায় বাজারের সব আবর্জনা ফেলা হচ্ছে এই নদীতে। আর বাজার থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে অবস্থিত রাবার ড্যামে গিয়ে ময়লার জমাট বাঁধছে সেখানে। প্রতিদিন এখানে দর্শনার্থীরা বেড়াতে আসে। কিন্তু বর্তমানে এর বেহাল দশায় দর্শনার্থীরা আগ্রহ হারাচ্ছে। এসব বিষযয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা-লেখি করলে অনেকের নজরে আসে পরে স্থানীয় ১০ ব্যক্তি স্ব-উদ্যোগে ড্যাম এলাকা পরিস্কার করেন। প্রশাসনের অ-ব্যবস্থাপনাকে দায়ি করেন এলাকার সাধারণ মানুষ।