আগামীকাল তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
আগামীকাল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘তিনটহরী উচ্চ বিদ্যালয়’র সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মত পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। উক্ত আয়োজনকে সফল করতে একটি আহবায়ক কমিটিসহ একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। যারা আগামীকালকের পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করছেন।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মোঃ মনির হোসেন ও সদস্য সচিব মোঃ মাসুদ জানান, ১৯৯২ সালে তিনটহরী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবং উক্ত প্রতিষ্ঠান থেকে ১৯৯৭ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। ইতোপূর্বে বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে কোনো পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত না হলেও এই প্রথমবারের মত সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিনত হতে যাচ্ছে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান মাঠ। ইতোমধ্যে সকল আয়োজন শেষ পর্যায়ে। চলছে শেষ সময়ের সাঁজসজ্জা।
আয়োজক কমিটি জানিয়েছেন, আগামীকাল সকাল থেকে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের কপি গ্রহণ পূর্বক টি-শার্ট ও নাস্তা প্রদান করা হবে। পরে আলোচনা সভা, স্মৃতিচারণ ও শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সসম্মান, লাকি কুপনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া বিকেলে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী মেরি ও বাদশা গান পরিবেশন করবেন। সকল আয়োজন শুধুমাত্র রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলেও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেই সাথে পুরো অনুষ্ঠান জুড়ে উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলাা পরিষদ সদস্য এম.এ জব্বার, মোঃ মাঈন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে আয়োজক কমিটি মনে করছে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে উপজেলার যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্মিলনী অনুষ্ঠান মধ্যে সর্বকালের সেরা আয়োজন। অন্যদিকে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বইছে। দিনব্যাপী পুরো আয়োজনকে সর্বকালের সেরা আয়োজন হিসেবে স্মৃতিতে ধরে রাখতে সকলের মাঝে আগ্রহের কমতি নেই। নানা সাঁজে সজ্জিত হয়ে আগামীকালকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা জানিয়েছে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অনেক প্রাক্তন শিক্ষার্থীরা। সবকিছু ঠিকঠাক থাকলে সফল একটি পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করছেন আয়োজক কমিটি। উক্ত আয়োজনকে সফল আগামীকালকে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তারা।