[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

গুইমারায় রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৫০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পলাশপুর জোন এবং যামিনীপাড়া জোনের মধ্যে রিজিয়ন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল ম্যাচে যামিনীপাড়া জোনকে ২-০ গোলে পরাজিত করে পলাশপুর জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। বিশেষ অতিথি হিসেবে গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এম এইচ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত।

এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এ.ইচএম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, পলাশপুর জোন কমান্ডার লে: কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কমান্ডার লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম, মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, সাংবাদিক সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অত্রাঞ্চলে প্রায় হাজারো খেলা প্রেমিক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলায় সিন্দুকছড়ি জোনের সার্জেন্ট মোঃ আমান উল্যাহ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারি রেফারি হিসেবে ল্যা: কর্পো: মোঃ আলী আকবর এবং সিপাহী মোঃ নাহিদ দায়িত্ব পালন করেন।

খেলা শেষে রিজিয়ন কমান্ডার বিজয়ী দলকে ১ লাখ টাকা এবং রানার্স আপ দল কে ৫০ হাজার টাকার চেক সহ ট্রফি প্রদান করা হয়। এবং একই সাথে খেলায় বিভিন্ন কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন সহযোগিতার পাশাপাশি বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন ফুটবল এবং জনগণকে খেলাধুলায় অংশ গ্রহণে উৎসাহিত করার জন্য নিরলসভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকে ও গুরুত্ব দিতে হবে খারাপ দিকগুলো পরিহার করে খেলাধূলাকে প্রাধান্য দিতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের কে ও খেলাধূলায় এগিয়ে আসতে হবে। আগামীতে এসব কালচারাল খেলাধূলা আয়োজন করতে গুইমারা রিজিয়ন সহযোগীতা করবে বলে জানান তিনি।