কাপ্তাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
“নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘কিন্নরী’ তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই সহকারি তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেনসহ প্রমুখ।
এসময় ইউএনও বলেন, সকলের সহযোগিতা নিয়ে নতুন কমিটি করে সঠিক ভোক্তা অধিকার নিশ্চিত করা হবে এবং ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।