রাঙ্গামাটিতে সিএসএস’র আয়োজনে গণিত ও পাই দিবস পালিত
॥ আরিফুর রহমান ॥
১৪ মার্চ আন্তর্জাতিক গণিত দিবস ও পাই দিবস। প্রতি বছর ১৪ এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। গাণিতিক ধ্রুবক পাই (π) এর সম্মানে দিনটি পালিত হয়। পাই-এর মান প্রায় ৩.১৪, তাই প্রতি বছর মার্চ ১৪ (৩/১৪) পাই দিবস হিসাবে পালিত হয়। পাই দিবস আপেক্ষিকতার তত্ত্ব প্রদানের জন্য সুখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনেরও জন্মদিনও একই দিনে। আবার এই দিনেই মৃত্যুবরণ করেন আরেক বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিভেন হকিং। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গাণিতিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শনের জন্য প্রতি বছর ১৪ মার্চ পালন করা হয় এ দিবস।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটির রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দিবসটি পালন করে ‘ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি (সিএসএস)’র নামে একটি সংগঠন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা ও বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক পাইসং চৌধুরী। উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অনুপ কুমার চাকমা, কোর্ডিনেটর মার্সি চাকমা, ফাইন্যান্স ডিরেক্টর রানা ধর, সংগঠনের এইচ আর টিটিনু মারমা, আতোশী বড়ুয়া, সুইটি শীল, সুরমা আক্তার, মানজুনি চাকমা প্রমূখ।
এসময় সিএসএস এর সদস্য গণিতের বিভিন্ন গল্প ও খেলার মধ্যে গণিতের মজার দিকগুলো আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের চকলেট ও কুইক কুইজে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক গণিত দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞান ও প্রযুক্তিতে গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা, জীবনযাত্রার মান উন্নত করা, নারী ও মেয়েদের ক্ষমতায়ন করা ইত্যাদি।