মানিকছড়িতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় অনুদান বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ২০২২-২৩ অর্থবছরের প্রাপ্ত বরাদ্ধ সাপেক্ষে মানিকছড়িতে এককালীন অনুদান হিসেবে গৃহপালিত পশু, ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে মুদি মালামাল ও ২৪জন হতদরিদ্র ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ২ জন ভিক্ষুককে ৪টি ছাগল, মাঝে ছাগল, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে মুদি মালামাল ও ২৪ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, সমবায় অফিসার মোঃ আইউবুর রহমান, মডেল মসজিদের পেশ ইমাম মাও. মোঃ আহমদুল হক, সমাজেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা মোঃ আবদুল মান্নান পাটোয়ারী উপস্থিত ছিলেন।