মানিকছড়িতে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ পালিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, সমবায় অফিসার আইউবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মোঃ জবরুত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রাজ্জাক প্রমূখ।
প্রথমেই ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষক সংকট, শহীদ মিনার স্থাপন ও আসবাবপত্রসহ পাঠদান কার্যক্রমের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন অতিথিদের কাছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তাদের সকল সমস্যা পর্যাক্রমে সমাধানের আশ্বাস দেন। সেই সাথে সকল শিক্ষকদের মনোযোগ সহকারে পাঠদান কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।