কাপ্তাইয়ে বিপন্ন প্রাণী মেছো পেঁচার ছানা উদ্ধার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাজস্থলী এলাকা হতে বিপন্ন মোছো পেঁচার ছানা উদ্বার করা হয়েছে। সংবাদ পেয়ে সোমবার সকালে বন বিভাগের দায়িত্বরতরা পাচারের সময় ঐ মোছো পেঁচার ছানাটি উদ্ধার করেন বলে বন বিভাগ জানিয়েছে।
রাজস্থলী বন রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন মিয়া সঙ্গীদের সাথে নিয়ে সোমবার সকালে রাজস্থলী বাজার থেকে মেছো পেঁচার ছানাটি উদ্বার করা হয়। বন প্রহরী হাসান জানান, বিপন্ন এ প্রানিটি পাচার করছিল। তবে পাচারকারীর বিষয়ে কিছু জানাতে পারেননি। চট্টগ্রাম ওয়াল লাইফ ডিভিশন কর্মকর্তা নুরজাহান বলেন, মেছো পেঁচার ছানাটি দুলা হাজারী সাপারি পার্কে অবমুক্ত করা হবে।
বন রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন, লোকালয়ে বন্য প্রাণীদের দেখলে স্থানীয় বন বিভাগকে জানাতে। তিনি বন্য প্রাণীদের ক্ষতি না করার জন্যও আহ্বান জানান।