[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির পাহাড়, বন, সুন্দর লেক ও জীববৈচিত্র আমাকে মুগ্ধ করেছে: পরিবেশ ও বনমন্ত্রী

১৫২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির পাহাড়, বন, সুন্দর লেক ও জীববৈচিত্র আমাকে মুগ্ধ করেছে। কাপ্তাই জাতীয় উদ্যান সরকারি পরিদর্শনে এসে একথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন, এমপি।
শুক্রবার বিকালে রাঙ্গামটি দক্ষিণ বন বিভাগের সোলার ফেন্সিং সিস্টেম উদ্বোধন ও হাতিধারা ক্ষতিগ্রস্ত ১৫পরিবারের মাঝে চেক বিতরণ করেন তিনি। এর আগে মন্ত্রী ও প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী নৌপথে রাঙ্গামটি হতে কাপ্তাই ভ্রমণ করেন। বিকেল ৫টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে কর্ণফুলী রেঞ্জের মুখ বিট ভ্রমণ করেন। তিনি মুখ বিটের ১৯৮৩-৮৪ সনের পুরাতন বাগান, পাহাড় ও জীববৈচিত্র ঘুরে দেখেন। বনের চশমাপরা হলুমান, বনমোরগ, বানর, বিভিন্ন প্রজাপতির পশুপাখি দেখেন এবং এসব জীববৈচিত্র দেখে ভূয়াসি প্রশংসা করেন।

এসময় এক আলোচনায় তিনি বলেন, এটি আমার প্রথম সফর। রাঙ্গামাটি যে সুন্দর আমি না আসলে তা বুঝতাম না। এক কথায় আমি রাঙ্গামাটি বন পাহাড় ও জীববৈচিত্রের প্রেমে পড়েছি। বিশেষ করে কাপ্তাইয়ের বন ও পশুপাখি বাংলাদেশের সৌন্দর্যকে আরো সুন্দর করেছে। এসময় প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী বলেন, আমি পূর্বে কাপ্তাইয়ে দায়িত্ন পালন করেছি। কাপ্তাইয়ের বন, পশুপাখি, পাহাড়, জীববৈচিত্রের সাথে মানুষের একটি নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

সফরকালে মন্ত্রী মুখবিটে জলপাই, বৈচি ও জাম গাছের চারা রোপন করেন। এসময় রাঙ্গামাটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান, চট্রগ্রাম সার্কেল সিএফ বিপুল কৃষ্ণ দাস, ছালেহ্ মোঃ শোয়াইব খান (ডিএফও), গঙ্গা প্রসাদ চাকমা (এসিএফ), মাসুূূদ আলম (এসিএফ), রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, আনোয়ার হোসাইন সহ বিভিন্ন বন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।