[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির পাহাড়, বন, সুন্দর লেক ও জীববৈচিত্র আমাকে মুগ্ধ করেছে: পরিবেশ ও বনমন্ত্রী

১৫১

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির পাহাড়, বন, সুন্দর লেক ও জীববৈচিত্র আমাকে মুগ্ধ করেছে। কাপ্তাই জাতীয় উদ্যান সরকারি পরিদর্শনে এসে একথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দীন, এমপি।
শুক্রবার বিকালে রাঙ্গামটি দক্ষিণ বন বিভাগের সোলার ফেন্সিং সিস্টেম উদ্বোধন ও হাতিধারা ক্ষতিগ্রস্ত ১৫পরিবারের মাঝে চেক বিতরণ করেন তিনি। এর আগে মন্ত্রী ও প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী নৌপথে রাঙ্গামটি হতে কাপ্তাই ভ্রমণ করেন। বিকেল ৫টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে কর্ণফুলী রেঞ্জের মুখ বিট ভ্রমণ করেন। তিনি মুখ বিটের ১৯৮৩-৮৪ সনের পুরাতন বাগান, পাহাড় ও জীববৈচিত্র ঘুরে দেখেন। বনের চশমাপরা হলুমান, বনমোরগ, বানর, বিভিন্ন প্রজাপতির পশুপাখি দেখেন এবং এসব জীববৈচিত্র দেখে ভূয়াসি প্রশংসা করেন।

এসময় এক আলোচনায় তিনি বলেন, এটি আমার প্রথম সফর। রাঙ্গামাটি যে সুন্দর আমি না আসলে তা বুঝতাম না। এক কথায় আমি রাঙ্গামাটি বন পাহাড় ও জীববৈচিত্রের প্রেমে পড়েছি। বিশেষ করে কাপ্তাইয়ের বন ও পশুপাখি বাংলাদেশের সৌন্দর্যকে আরো সুন্দর করেছে। এসময় প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী বলেন, আমি পূর্বে কাপ্তাইয়ে দায়িত্ন পালন করেছি। কাপ্তাইয়ের বন, পশুপাখি, পাহাড়, জীববৈচিত্রের সাথে মানুষের একটি নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

সফরকালে মন্ত্রী মুখবিটে জলপাই, বৈচি ও জাম গাছের চারা রোপন করেন। এসময় রাঙ্গামাটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান, চট্রগ্রাম সার্কেল সিএফ বিপুল কৃষ্ণ দাস, ছালেহ্ মোঃ শোয়াইব খান (ডিএফও), গঙ্গা প্রসাদ চাকমা (এসিএফ), মাসুূূদ আলম (এসিএফ), রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, আনোয়ার হোসাইন সহ বিভিন্ন বন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।