মানিকছড়িতে গাঁজাসহ আটক ২
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় চেক পোষ্ট বসিয়ে উপজেলার তিনটহরী ইউয়িন পরিষদ সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মোটর সাইকেল থামিয়ে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের আব্দুল খালেক’র ছেলে মোঃ আবুল (২৪) এবং গোমতি ইউনিয়নের মৃত সুলতান আহমেদ’র ছেলে মোঃ মামুন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে মোটর সাইকেল যোগে গাঁজা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে চেকপোষ্ট বসায় পুলিশ। চেকপোষ্টের সামনে মোটর সাইকেলটিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারপাশ দিয়ে ঘেরাউ করে পুলিশ। পরে তাদের কাধের ব্যাগে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ ফয়েজ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বহণকৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।