পানছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
পানছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, লতিবান ইউনিয়ন শাখার ২য় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১০ মার্চ) সকালে লতিবান ইউনিয়ন পরিষদ হলরুমে ” মানসম্মত শিক্ষা গ্রহণ, প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর” এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা সভায় সংগঠনের লতিবান ইউনিয়ন শাখার সভাপতি পরেশ ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পানছড়ি আঞ্চলিক শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে বাদশা কুমার ত্রিপুরা বলেন, দেশ ও সমাজ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা প্রয়োজন। ছাত্র সমাজের মাধ্যমে যে কোন মোকাবেলা করতে পারে। বাল্যবিবাহ জাতির অভিশাপ উল্লেখ করে লেখাপড়া পাশাপাশি সমাজের জন্য কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন নালকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পানছড়ি আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন ত্রিপুরা, বিচার ও আইন বিষয়ক সম্পাদক দেব মিত্র ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাখা কাউন্সিল সম্পন্ন আহ্বায়ক কমিটি সদস্য দহেন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, সাবেক সভাপতি অভি রঞ্জন ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য টুমনি ত্রিপুরা, পানছড়ি উপজেলা শাখার সভাপতি তমল বিকাশ ত্রিপুরা, পানছড়ি উপজেলা শাখার সভাপতি কর্ন ত্রিপুরা প্রমুখ। প্রথম অধিবেশনে পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হমেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লতিবান ইউনিয়ন শাখার তথ্য ও প্রচার সম্পাদক সোহেল ত্রিপুরা এবং শুভেচ্ছা বক্তব্য দেন পানছড়ি উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ভূবন জয় ত্রিপুরা।
এসময় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের পানছড়ি উপজেলা-কলেজ শাখা, ভাইবোনছড়া-লতিবান ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা শাখার সভাপতি তমল ত্রিপুরা। এতে ২০২৩-২০২৪ মেয়াদের জন্য নতুন কমিটিতে প্রবিন ত্রিপুরাকে সভাপতি, সোহেল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সমিরন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য টুমনি ত্রিপুরা এবং নতুন কমিটিদের শপথ পাঠ করান শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা ।