[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ফি মেডিক্যাল ক্যাম্প ঔষধ বিতরণ

১২৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

শান্তি সম্প্রীতি উন্নয়ন ধারা অব্যাহত রেখে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতা খাগড়াছড়ি ২০৩পদাতিক বিগ্রেডের আয়োজনে দীঘিনালা জোনের ৪ই বেংগল (দি বেবী টাইগার্স) সার্বিক সহযোগিতা কবাখালী ইউনিয়ন এর ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠোঁট তালু কাটা ও বান ( আগুনে পোড়া) রোগীদের প্রাথমিক বাচাই ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল দীঘিনালা জোনের ৪ই বেংগলে পক্ষ থেকে রোগী আরএমও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। এসময় অর্ধশতাধিক সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ঠোঁট দুই জন, তালু কাটা একজন ও বার্ন (আগুনে পোড়া) দুইজন রোগীকে প্রাথমিক ভাবে বাঁচাই করা হয়।
এসময় আরএমও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান বলেন, দীঘিনালা জোনের পক্ষ থেকে বিভিন্ন দূর্ঘম এলাকার প্রত্যন্ত অঞ্চলে ফি মেডিকেল ক্যাম্প মাধ্যমে পাহাড়ি বাঙ্গালি সকল সম্প্রদায়ের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়ে থাকে। খাগড়াছড়ি ২০৩পদাতিক ব্রিগেড এর তত্বাবধানে এবার এলাকার ঠোঁট কাটা, তালু কাটা ও বানর্ (আগুনে পোড়া) রোগীদের বাছাই করে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া দুস্থ দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা নিতে এসে ফাতেমা আক্তার (৩২) বলেন, এখানের বাড়ির কাছে আর্মি ডাক্তার আসছে তাই ঔষধ নিতে আসছি, আর্মিরা ভালো চিকিৎসা দেয়। হেডম্যান পাড়ায় সমরমূখী চাকমা (৬০) বলেন, অনেক দিন ধরে চোখের সমস্যা, পেটে ব্যথা, শরীর ও হাত পায়ে ব্যথার ঔষধ নিতে আসছি আর্মির ডাক্তারের কাছে। আর্মির ডাক্তারা অনেক দোল (ভালো) ঔষধ দেয়।