কাপ্তাই লেক হতে বৃদ্বের মৃতদেহ উদ্বার
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই লেক হতে নিখোজেঁর একদিন পর এক বৃদ্বের মৃতদেহ উদ্বার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় জামাল উদ্দিন (৬০) নামে একদিন মজুরের মৃতদেহ জাল দিয়ে কাপ্তাই লেক হতে উদ্বার করে হয়। তিনি ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে যেকোন একসময় বাঁশকেন্দ্র এলাকায় ঐ ব্যক্তি কাপ্তাই লেকে পড়ে যায়। লেকের পাশে তার পায়ের সেন্ডেল দেখে সনাক্ত করা হয় সে পানিতে পড়ে গেছে। বিকালে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় লোকজন ও ইউপি সদস্যর সহয়তায় লেকে জাল ফেলে বৃদ্বের মরদেহ উদ্ধার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।