[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

পালিয়ে পাশ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেয় ঐ নারী

মানিকছড়িতে শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে যুবক আটক

১০৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে মোটর সাইকেল চালক কর্তৃক নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ। ভুক্তভোগী ঐ নারী বৃহস্পতিবার রাতে (৯ মার্চ) বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের কারেন।

আটককৃত যুবক মানিকছড়ি উপজেলাধীণ বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি পশ্চিম পাড়া এলাকার আব্দুল কাদের’র পুত্র মোঃ আব্দুল করিম (৩৫) বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় থেকে সন্তানের উপবৃত্তির ফরম পূরণ করে বাটনাতলী ইউনিয়নের ছুদুরখীল এলাকার তিনঘরিয়া পাড়া এলাকার নিজ বাড়িতে ফেরার পথে ডাইনছড়ি বাজারে আসলে অভিযুক্ত ব্যক্তি (করিম) তার চালিত মোটরসাইকেলে উঠতে বলে। তখন সে তার কাছে কোনো ভাড়া নেই বলে তাকে (করিম) জানায়। পরে বিনা ভাড়ায় বাড়িতে পৌছে দেয়ার কথা বলে (করিম) তার মোটরসাইকেলে উঠায়। পরে সকাল ১১টার দিকে লালটিলা হয়ে ছুদুরখীল সড়কের জনমানব শূণ্য এলাকায় পৌছলে শ্লীলতাহানির চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি করে ভিকটিম সেখান থেকে দৌড়ে পালিয়ে পাশ্ববর্তী কবিরের বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়ভাবে বিষয়টিকে সমাধানের চেষ্টার এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে রাতে মানিকছড়ি থানায় ভিকটিম ঐ নারী বাদী হয়ে মামলা দায়ের করেন (যার মামলা নং-২, তারিখ:- ১০.০৩.২০২৩ইং)। পরে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ করিমকে রাতেই আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান, জৈনক ঐ নারীল শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।