[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রযুক্তির ব্যবহারে নারীরা এখনো পিছিয়ে

১৩৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
ডিজিটাল বাংলাদেশে নারীরা প্রযুক্তির ব্যবহারে এখনো পিছিয়ে। পার্বত্য অঞ্চলের নারীদের অবস্থা আরো করুণ। এ ব্যাপারে সরকার সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান। বুধবার (৮ই মার্চ) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সবার আগে নারীদের সচেতন হতে হবে। আজকের নারীরা সচেতন হলে আগামীর প্রজন্মের নারীরা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। পরিবারের নারীরা সু-শিক্ষিত হলে সেই পরিবারে অশান্তি হওয়ার কথা নয়। পরিবার থেকে এগিয়ে আসলে সমাজ ও দেশে প্রতিনিধিত্ব করবে নারীরা।

আলোচনা সভায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আহবায়ক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। সভায় আরো বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা ও শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, খাগড়াছড়ি স. উ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) ত্রিনা চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন চামেলী ত্রিপুরা প্রমুখ।

এসময় সভায় কেএমকেএস’র প্রোগ্রাম অফিসার পিংকি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধি দয়ানন্দ ত্রিপুরা এবং দিবসের তাৎপর্য তুলে ধারণা পত্র পাঠ করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ফ্যাসিলিটেটর উত্তলা ত্রিপুরা।

এর আগে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা শুরু হয়ে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। পরে আলোচনা সভার আগে নারী দিবস উপলক্ষে ‘সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করো’, এবং ‘ছেলে-মেয়ে বিভেদ নয়, সবার জন্য শিক্ষা চাই’ এ প্রতিপাদ্যে নাটক প্রদর্শনী করা হয়।