[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদানরাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্নস্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা কক্ষ না থাকায় দীঘিনালায় দন্তরোগীদের সেবা ব্যহতখাগড়াছড়ির পানছড়িতে ১০ ওয়াকিটকি সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীবান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
[/vc_column_text][/vc_column][/vc_row]

শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবী

জাতীয় কর্মসূচীর একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে শিক্ষকদের মানববন্ধন

১৩১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মাধ্যমিক স্কুল ও মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে ঢাকা প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচী আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন পালন করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৯টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আমতল সড়কের ভূইয়া মার্কেটের সামনে ‘এক দফা, এক দাবী’ সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার হাতে প্রায় অর্ধশত শিক্ষক-কর্মচারী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ ও দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাঃ মোঃ বেলাল উদ্দীন।

এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণের দাবী দীর্ঘদিনের। বৈশ্বিক মহামারি পরবর্তী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊধ্বগতিতে দূর্বিসহ জীবনযাপন করছে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার মান ধরে রাখতে অব্যহত রয়েছে। অথচ নানা সুযোগ-সুবিধা বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাই বেসরকারি স্কুল-মাদরাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণ এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। অন্যথায় তাদের মানবেতর জীবনযাপন আরো দীর্ঘায়িত হবে। তাই এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা।