কাপ্তাই থেকে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই থানার পুলিশ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৭মার্চ) কাপ্তাই থানার এসআই ইমাম উদ্দিন ও এএসআই ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে নতুন বাজার ঢাকাইয়া কলোনি এলাকা এ আসামীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ সুজন প্রকাশ আগুন (৩৫) ঢাকাইয়া কলোনির বসবাসরত আঃ মান্নের ছেলে। আসামির বিরুদ্ধে নন-জিআর সাজা- ৮৫/১২, সিআর নং-২৭৬/২০১২ পরোয়ানাভুক্ত একজন আসামী। আটকের পরে আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।