[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
টানা বর্ষণের কারণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ৫৫ আশ্রয়কেন্দ্রসকল বাধা অতিক্রম করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: ওয়াদুদ ভুঁইয়াখাগড়াছড়ির দীঘিনালায় বৃদ্ধ নিখোঁজ, উদ্ধারের অভিযান চলছেদীঘিনালায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ইউএনও এর মতবিনিময়বান্দরবানের থানচিতে খুমী সম্প্রদায়ের শিশুদের শিক্ষার আলোর স্বপ্নদ্রষ্টা ‘জোনাথান’রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছেঅবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিগণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালিগণঅভ্যুত্থানের পূর্তিতে রাজস্থলীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিতগণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালি
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ের রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন

১১১

মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের “রাইখালী পূর্ণবাসন ধর্মরত্ন বৌদ্ধ বিহার” উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কারিগর পাড়া এলাকাবাসীর উদ্যোগে ধর্মরত্ন বৌদ্ব বিহার নির্মাণ করা হয়। এতে সঞ্চালনা করেন, কর্ণফুলী লালন্দা জ্ঞানশ্রী শিশু সনদ পরিচালক ক্ষেমানন্দ ভিক্ষুক। এতে সভাপতিত্ব করেন, কারিগর পাড়া বৌদ্ব বিহার অধ্যক্ষ ভদন্ত ওয়াইন্দিতা মহাথের। প্রধান আলোচক ছিলেন, ওয়াগ্গা কুকিমারা লোটাস শিশু সনদ প্রতিষ্ঠতা পরিচালক ভদন্ত ডঃ নাগাসেন মহাথের। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল তালুকদার, নব প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারের প্রধান উদ্যোক্তা ও ভূমিদাতা প্রাঞ্জল তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা (বাতকস) কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, ইউপি সদস্য সমীরণ তনচংগ্যা, বাতকস কাপ্তাই অঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক বিশু তনচংগ্যাসহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক -দায়িকাগণ উপস্থিত ছিলেন। এসময় বিহার প্রাঙ্গণে উৎসর্গ, ভিত্তি প্রস্তর স্থাপন, পতাকা উত্তোলন, সংঘদান, অষ্ঠপরিস্কারদানসহ ধর্মীয় আলোচনা ও দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।