[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় বেইলী ব্রীজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন: পরিদর্শনে কুজেন্দ্র লাল

৫২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা মাইনী নদীর উপরের দীর্ঘ বেইলি ব্রীজ ভেঙে নদীতে পরে সাজেক দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে করে সাজেক ফেরৎ পর্যটকরা দুর্ভোগে পড়েছে। তবে ছোট আকারের যান পিকআপ বা চান্দের গাড়ি থানা বাজার ব্রিজ দিয়ে পারাপার করছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় প্রায় ২৮টন পাথর বোঝাই ড্রামট্রাক পার হওয়ার সময় ব্রীজের শেষাংশে গিয়ে ট্রাকসহ ব্রীজ ধ্বসে পড়ে। এতে করে পাথর বোঝাই ট্রাক সহ ব্রীজ ভেঙে নদীতে পড়ে। তবে ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের জন্যে অনুরোধ করেছেন। এসময় তিনি আরো বলেন, বিকল্প হিসেবে সাজেক ফেরৎ পর্যটকদের গাড়ীবহর থানা বাজারের ফুট ব্রীজ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

ব্রীজ পরিদর্শনে এসে খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেন, বাংলাদেশে কোথায যেন বেইলি ব্রিজ না থাকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষে কাজ করছে। গত কয়েক মাস আগে প্রধানমন্ত্রী ১শত ব্রিজ উদ্বোধন করছে তা মধ্যে ৪২টি ব্রিজ খাগড়াছড়ি পড়ছে। আর মাত্র ৭টি ব্রিজ আছে কাজ করা বাকি। মাইনী ব্রিজটি ভেঙ্গেছে এটি একটি নান্দনিক ব্রিজ করার পরিকল্পনা আছে। মাইনী ব্রিজটি ঝুকিপূর্ণ ছিল তাই অভারলোডের কারনে ভেঙ্গে পড়ে গেছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, মাইনী ব্রিজ ভেঙ্গে যাওয়া যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে, তবে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে দীঘিনালা থানা বাজার দিয়ে সাজেক গামী ছোট ও মাঝারি যানবাহন চলা চল করছে।

২০ইঞ্জিনিয়ার কন্ট্রাশনের উপ-অধিনায়ক মেজর আবদুল্লা আল নোমান বলেন, সীমান্ত সড়ক নির্মানে গুরুত্বপূর্ণ অংশছিল মাইনী বেইলি ব্রিজ। ব্রিজটি ভেঙ্গে যাওয়া সীমান্ত সড়ক নির্মানে তেমন সমস্যা হবে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে হাচিসনপুর নির্মানধিন ব্রীজটি আগামী তিন চার দিনে মধ্যে চালুর করা হবে। তবে মাইনী ব্রিজটি মেরামত করতে ৭-৮দিন সময় লাগবে।