গাড়িটানা কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলাধীন গাড়িটানা এলাকায় প্রতিষ্ঠিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র কুরআনুল কারীম সবক প্রদান ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মনসুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি দারুল ইহসান মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী নাসির উদ্দিন, জামিয়া খাদিজাতুল কুবরা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসাইন, জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের, ইউপি সদস্য আব্দুল মতিন, জসিম উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ ওয়াহেদ, মাওলানা মোবারক হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন হলো মানবতার মুক্তির সোপান। যেখানেই কুরআনের আলো ছড়াবে সেখান থেকেই অকল্যাণের আঁধার দূরীভূত হবে। কোরআনের পথে চললে সমাজ থেকে অশান্তি ও অন্ধকার দূর হবে। ভবিষ্যৎকে আলোকিত করতে হলে সন্তানদের কোরআনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাছাড়া যার হৃদয়ে কুরআনের চেতনা থাকবে, সে সকল প্রকার অন্যায়-অপরাধ থেকে দূরে থাকবে। তাই সকলকে কোরআনের দেখানো আলোকিত পথে চলার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহেদ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন।