কাপ্তাইয়ে শিশু সুরক্ষা ও সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে ডায়ালগ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে উপজেলা সমাজ সেবার আয়োজনে কাপ্তাই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আ’লীগ নেতা আবুল কাশেম, সাগর চক্রবর্তী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন,ইউপি সদস্য ছালেহ আহমেদ, মজিবুর রহমান, মইন উদ্দীন, আবুল হাশেম, সেলিনা পারভিন, লাভলীসহ বিভিন্ন সমাজ ও গ্রাম পুলিশ।
অনুষ্ঠানে কমিউনিটি ডায়ালগে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব এবং কাপ্তাই এলাকায় থাকা মানসিক ভারসাম্যহীন নারী ও পুরুষদের নিয়ে আলোচনা করা হয়।