ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জুরাছড়িতে আলোচনা সভা
॥ স্বৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥
রাঙ্গামাটির জুরাছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পওে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, অফিসার ইনচার্জ জুরাছড়ি মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধুর অসামান্য ভাষণে রাজনৈতিক প্রজ্ঞা ও দুরদৃষ্টির পরিচয় মেলে। সেদিন বাংলাদেশর কোটি কোটি মানুষ নতুন মন্ত্রে দীক্ষিত হয়। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন স্বাধীনতা ডাক না দিতো তাহলে এ দেশ কখনও স্বাধীনতা অর্জন হতো না।