মানিকছড়িতে দোল পূর্ণিমা ও রামঠাকুর সেব সংঘ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
শুভ দোল পূর্ণিমা ও রামঠাকুর সেবক সংঘ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণে দিনব্যাপী খাগড়াছড়ির মানিকছড়িতে রামঠাকুর সেবক সংঘ’র আয়োজনে মহতী ধর্মসভা, সত্যনারায়ণ সেবা ও মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মানিকছড়ি রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উপদেষ্টা অজিত কুমার নাথের সঞ্চালনায় ও রামঠাকুর সেবক সংঘ’র সভাপতি রুপেন পাল’র সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। উদ্বোধক ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সদানন্দ হরিদাস (সজল বরণ সেন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংঘ’র সাধারণ সম্পাদক ডা. অমর কান্তি দত্ত।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শেষে আলোকিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন ও শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্ট মিলন কান্তি দাশ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্ট রতন আচার্য্য, সনজীব কুমার দে, বিশিষ্ট ধর্মীয় আলোচক ডা. হরিপদ চক্রবর্তী, সনাতন নেতা বাদল বরণ সেন, তুষার পাল ও প্রকৌশলী কেশব লাল দেসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।