বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হওয়ার আহবান ইয়াছমিন পারভীন
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজের শান্তি শৃংঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সোমবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসক সভা কক্ষে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন।
“আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুদিন ব্যাপী বাল্যবিবাহের সিএমপিসি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজনে দুদিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সদস্যবৃন্দসহ সরকারি কর্মকর্তাগণ।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইনসহ শিশু সুরক্ষা অধিকার ও জেন্ডার ইক্যুইটি বিষয়ে তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, কুলসুমা, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্ল্যান ইন্টারন্যাশনাল প্রতিনিধি বিটু দত্তসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।