পানির সংকট নিরসনে কূয়ো খনন করতে গিয়ে মাটি চাপায় যুবকের মৃত্যু
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জোড় খাম্বা এলাকায় সবজি খেতে পানির সংকট মোবাকেলায় জমির পাশে কূয়ো খনন করতে গিয়ে মোঃ বেলাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের মধ্য হাফছড়ি জোড় খাম্বা এলাকার বেলাল হোসেন ও স্ত্রী আয়েশা বেগম বাড়ির নিচে সবজি খেতের পানির সমস্যা দূরীকরণে জমির পাশে একটি কূয়া খনন করছিলেন। সকাল পেড়িয়ে দুপুর হলেও খনন কাজ শেষ না হওয়ায় স্ত্রী আয়েশা বেগম বাড়িতে দুপুরের খাবার আনতে যান। তখন মোঃ বেলাল একাই খনন কাজ করছিলেন। কিছুক্ষণ পর স্ত্রী আয়েশা ভাত নিয়ে আসলে তার স্বামীকে (মৃত বেলাল) কূয়োর মধ্যে মাটি চাপা পড়া অবস্থায় দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মোঃ মিজান জানান, খরা মৌসুমে চাষাবাদ করতে পানির জন্য খুব সমস্যায় পড়তে হয়। তাই সবজি খেতে পানির সমস্যা মোকাবেলায় ছোট ভাই বেলাল ও তার স্ত্রী কূয়ো খনন করতে গিয়ে পাটি চাপা পড়ে বেলাল মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।