দীঘিনালা জোনের গরীব শিক্ষার্থীদের মাঝে বই বিতরন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
শিক্ষা বিস্তার প্রসারে খাগড়াছড়ি দীঘিনালা জোনের পক্ষ থেকে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ একাদশ শ্রেণির শিক্ষর্থীদের মাঝে বই বিতরন করা হায়েছে।
ররিবার(৫মার্চ) দুপুরে দীঘিনালা জোন সদরের ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ একাদশ শ্রেণির শিক্ষর্থীদের মাঝে বই বিতরন করে জোন কমান্ডার লে: কর্নেল রুমন পারভেজ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক স্টাফ অফিসার মেজর নুর নাফিজ ইসলাম ওএসপি, পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম.এ. মোমেন শিহাব।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি দীপন ত্রিপুরা বলেন, পারশপারিক সহযোগীতায় হাত বাড়িয়ে দিলে সমাজের গরীব অসহায় শিক্ষার্থীরা ভালো ভাবে পড়ালেখা করতে পারবে। দীঘিনালা জোনের প্রতি বিশেষ বিশেষ ধন্যবাদ আমাদের ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ মাধ্যমে এলাকার গরিব শিক্ষার্থীদের বই দিয়েছে।