মতবিনিময় সভায় বাংলাদেশ ঐক্য পার্টি’র চেয়ারম্যান
দেশের সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
আওয়ামীলীগ বিদেশীদের তোষামোদ করছে আর বিএনপি ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলে দেশের বেশিরভাগ মানুষ এখন রাজনীতি বিমূখ। তাছাড়া দেশের অভ্যান্তরে চরম সংকট বিরাজ করছে। তাই দেশের সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ‘বাংলাদেশ ঐক্য পার্টির বিকল্প নেই বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী। শনিবার (৪ মার্চ) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলার দক্ষিণ কালাপানি ইস্পাহানি দাখিল মাদরাসা কক্ষে সাংবাদিক ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, রাজনীতিবিমূখ ৮৫% মানুষ তার অধিকার বঞ্চিত। একদল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দেশে দুর্নীতি যেমন বেড়েছে, তেমনি সংকটকালীন মুহুর্ত পার করছেন দেশবাসী। তাছাড়া দেশি-বিদেশীদের ষড়যন্ত্রের ফলে অপার সম্ভাবানাময় তিন পার্বত্য জেলায়ও শকুনের নজড় পড়েছে। এ অঞ্চলের মানুষের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে একাধিক চক্র। এসব দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে ও দেশের সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান তিনি।
পার্টির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, পার্টির সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম ও গ্রাম সর্দার শের খান বাহাদুরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।