মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালের দিকে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
অনুষ্ঠানে, উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও অনেকে উপস্থিত ছিলেন।