রোয়াংছড়ি আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি’র নেতা কর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা টাউন হলের সকল আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি’র নেতা-কর্মীদেরকে নিয়ে বর্ধিত সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহাইমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবি। বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য সিংঅং খুমী, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আথুইমং মারমা, নাইতং বুইটিং, চনুমং মারমা, চহ্লামং মারমা, আনন্দসেন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মংখিং মারসা, জনম জয় তঞ্চঙ্গ্যা, আইন বিষয়ক সম্পাদক মেহ্লাঅং মারমা প্রমূখ।
সভায় আওয়ামী লীগের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাযর্ক্রম প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।