মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন-এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে জোনকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধায়নে উক্ত টুর্নামেন্টের আয়োজন করে সিন্দুকছড়ি জোন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সিন্দুকছড়ি জোনের আয়োজনে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডা’র পক্ষে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুল বারী। এ সময় ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি ও গুইমারা উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় রাজপাড়া জুনিয়র একাদশ ট্রাইবেকারে আদর্শ যুব সংঘ’কে ৩-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।