মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে এগ্রো-বেইজ এন্টার প্রেনার প্রশিক্ষণ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ে মহিলা ও যুবকদের মাঝে কৃষি বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি উপজেলা প্রকল্প অফিসে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রুপনা দাশ, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস,পংমে মারমা প্রমূখ।
প্রকল্পের পিছিয়ে পড়া জনগণ বা মৌমাছি পালন কম্পোন্টে’র উপকারভোগীদের মাঝে আত্ন জিজ্ঞাসা ও আত্মোপলব্ধি সৃষ্টির মাধ্যমে মৌমাছি পালনের মধ্য দিয়ে তাদের আত্ননির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে উপজেলার তিনটি ইউনিয়নের ছয় জন সিবি ও আইপি সদস্যের মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ সময় সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন, পাড়া পর্যায়ে উদ্যোক্তা তৈরি করার লক্ষে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হবে বলে জানান।