কারিতাসের উদ্যোগে নেতৃত্ব ব্যবস্থাপনা, এ্যডভোকেসী, লবিং ও নেটওয়াকিং প্রশিক্ষণ প্রদান
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ের নেতৃত্ব সৃষ্টি করার লক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
১৪ ও ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানিকছড়ি উপজেলার অফিসার্স ক্লাবে উক্ত প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রুপনা দাশ, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস,পংমে মারমা, আবাইশে মারমা ও হিমেল চাকমা প্রমূখ।
প্রকল্পের কর্ম এলাকার স্থানীয় জনগণ বা ফোরামের সদস্যরা স্থানীয় পর্যায়ে পরিকল্পিত এবং সুসংগঠিতভাবে নেতৃত্ব ব্যবস্থাপনা, এডভোকেসী, লবিং এন্ড নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনকে সহায়তা প্রদানের লক্ষে উপজেলার বাটনাতলী, তিনটহরী ও মানিকছড়ি সদর ইউনিয়ন পর্যায়ের ফোরামের নেতৃত্বদানকারী ২৫ জন সদস্যদের মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরবর্তি মাসে আরো ২০জনকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান।