আলীকদমে গরীব প্রতিবন্ধীদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
আলীকদম ৫৭ বিজিবি’র উদ্যোগে গরীব প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় আলীকদম বাস স্টেশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫৭ বিজিবি কতৃক উন্নত মানের কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মোঃ শহীদুল ইসলাম, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি গরীব প্রতিবন্ধীদের মাঝে ৫০টি উন্নত মানের কম্বল বিতরণ করেন। এসময় বিজিবির সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।