মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো। শাহজাহান (২৫) নামের এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছুদুরখীল বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া হালদার উজান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় তিনি গোলখানা এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ শাহজাহানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় হালদার উজান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা করেন। অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।