মাটিরাংগায় বিনামূল্যে সোলার প্যানেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাংগা ॥
খাগড়াছড়ির মাটিরাংগায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিচালনা কমিটি (জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি) জাইকার সার্বিক সহযোগীতায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মাটিরাংগা উপজেলা পরিষদ ভবনের সম্মুখে প্রধান অতিথী হিসিবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
এ সময় মাটিরাংগা উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মালেক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার অনুপম শীল, মাটিরাংগা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আসগর হোসেন, জাইকার উপজেলা সমন্বয়ক রুনি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার দুর্গম এলাকার ৫০ টি বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।