বরকলে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলার বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।
বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিময় চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি বিকাশের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। আর খেলাধুলা এবং সংস্কৃতির মাধ্যমে মানুষ মনের খাদ্য পেয়ে থাকে, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। এক্ষেত্রে, শিক্ষার্থীদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনাগত দিনগুলিতে আমরা কি ধরনের সমাজ দেখতে চাই, তা এখন থেকে ভেবে চিন্তে ঠিক করে নিতে হবে এমনটা সু-পরামর্শ প্রদান করেন তিনি।
এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।