আগামী ১৬মার্চ বরকল ইউনিয়নে ইভিএমে হবে উপ-নির্বাচন
॥ নিরত বরন চাকমা, বরকল ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় আগামী ১৬মার্চ প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে বরকল ইউনিয়নে ৩নং সাধারণ ওয়ার্ডে শূণ্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, গত মাসের ২৪ জানুয়ারি রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলায় বরকল ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ডে শূণ্য পদে উপ-নির্বাচন-২০২৩ সময়সূচি প্রজ্ঞাপন জারি করেন।
এদিকে, বরকল উপজেলা নির্বাচন অফিস চলতি মাসে ১৯ফেব্রুয়ারী মধ্যে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের নোটিশ প্রদান করেন। নোটিশ উল্লেখ রয়েছে যে, ২০ফেব্রুয়ারীতে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। আর ২৭ ফেব্রুয়ারী শেষ তারিখে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। সর্বশেষে ১৬মার্চ ভোটগ্রহণ করা হবে।