মানিকছড়ি যুব মহিলালীগ উপজেলা কমিটি গঠন : সভাপতি নারগিছ, সাঃ সম্পাদক: শাহিনুর
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
বাংলাদেশ যুব মহিলালীগ মানিকছড়ি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কমিটি গঠন কল্পে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নুর নাহার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা যুব মহিলালীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরা। এতে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম। ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটিতে তিনটহরী ইউপি সদস্য নারগিছ আক্তারকে সভাপতি ও শাহানুর আক্তারকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। কমিটির সহ-সভাপতি হিসেবে হাসিনা বেগম, ক্রোম্রাচিং মারমা ও পারুল আক্তার, যুগ্ন-সাধারণ সম্পাদক নারগিছ আক্তার, সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম ও প্রচার সম্পাদক হিসেবে আয়শা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে। পরে নবগঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।