[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপনবাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রামাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপিবান্দরবানের থানচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাংগ্রাই উৎসবখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহিলা শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রসারে মহিলা মাদ্রাসা ও এতিম খানা উদ্বোধন

১০৬

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুর হাকিম টিলায় নবনির্মিত ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে নবনির্মিত কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাছির উদ্দীন, মোঃ সলিমুল্লাহ, কামাল উদ্দিন, হাফেজ মুফতি আব্দুল কাদের,রাশেদুল হক, আব্দুল গাফফার হাওলাদার, ওমর ফারুক, সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক ইউপি সদস্য শামসুল আলম, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, মোঃ শাহেব আলী খোকা, কারবারি আব্দুল হাকিম, আব্দুল জলিল মোড়ল, ছাত্তার আকন্দ, মিজানুর রহমান,আকবর আলী, ইসহাক সওদাগর, মোঃ মজিবুর রহমান, নুরুল আলম পলাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মেয়েদের দ্বীনি শিক্ষার জন্য এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। ধীরে ধীরে এই মাদ্রাসাটি যাতে দাখিল থেকে কামিল মাদ্রাসায় রুপান্তর করা যায় সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।