বান্দরবানের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও প্রতিবন্ধী মেয়ে নিহত
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও পাঁচ বছরের প্রতিবন্ধী মেয়ে নিহত হয়েছে। রবিবার(১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের বড়ুয়ার টেক এলাকার ফেন্সি ঘোনা সড়কের মাথায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমেনা বেগম (৩৬) ও তার ৫ বছরের প্রতিবন্ধী মেয়ে আয়েশা বেগম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, বিকেলে বাসা বাড়িতে কাজ সেরে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আমেনা বেগম ফেন্সি ঘোনার মসজিদ এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে রোয়াংছড়ির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টিএক্স ট্রাক তাদের চাপা দেয়।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। ঘটনার পর ট্রাক চালক মোঃ জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে। নিহত আমেনা বেগম ঐ এলাকার দিনমজুর জায়েদ মিয়ার স্ত্রী। আমেনা বেগম বাসা বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন।